ভোট এসেছে,ভোট রে ভাই ভোট চল গড়ি এক নবজট Message for West Bengal's people. আর সেটা হল হল- এক সময় আমি সখে আমার এক নিজের দাদার সঙ্গে বোল্ডারের লেবারি করতে যাই। হাজিরা ছিল 150 টাকা সারাদিন কাজ করে ও টাকা পাওয়ার সময় জুটলো শুধু 100 টাকা। 50 টাকা নাকি কমিশন। হয়তো আপনারা ভাববেন তোমার তো 50 টাকা লস কিন্তু না আমার লাভেই হয়েছে। কেননা আমি সেই টাকা দিয়ে জীবনের বড় শিক্ষা নিতে যে পেরেছি আর সেটা হল কাজ না করিয়ে কাউকে যেমন টাকা দিতে নেই,তেমনি চরিত্র, ব্যবহার না দেখে কাউকে বিশ্বাস করতে নেই। আর যে সমাজে ভালো কাজ করে পারিশ্রমিক হিসেবে সর্বদাই তাকে সাপোর্ট করো যদি তোমার শত্রু ও হয়। আর যে সমাজের শুধু নিজের আর পরিবারের স্বার্থেই থাকে তার থেকে সর্বদাই দূরে থাকো সে তোমার আপন বাবাই কেননা হয়। সর্বশেষে পশ্চিমবঙ্গবাসী কে বলবো ভোট দিবেন সেই প্রার্থীকে যে সবার ভালো চায় আর সে যে দলেরই হোক না কেন। जय हिंद Dipak Barman ...